অমরজিৎ দে , ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার শিবানন্দপুরে লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর।
পুলিশ জানিয়েছে আহত ও নিহত দু’জনেই এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তপসিয়া বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের ছাত্র। গোপীবল্লভপুর থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে শিবানন্দপুর বাস স্ট্যান্ডের কাছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সেখান থেকে দুজনকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম শান্তনু মল্লিক(১৬) বাড়ি তপসিয়া গ্রামে। আহত কিশোরের নাম পরীক্ষিত মল্লিক (১৬), বাড়ি তালগ্রাম এলাকায়।