অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের গুরুতর জখম আরও এক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের ঘুঁটিয়াচকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে ধড়াংরী থেকে দুই কিশোর মোটরসাইকেলে মাংস নিয়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা মারলে দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাদে উদ্ধার করে তপসিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রামদাস সরেনকে মৃত বলে ঘোষণা করে। অপর ব্যক্তি তপসিয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এলাকার নেমে এসেছে শোকের ছায়া।