আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: ডেবরা থানার এক পুলিশ কর্মীরা বাইকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। বাইকটি প্রচন্ড গতিতে থানার দিকে যাওয়ার সময় একটি মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। দুটি বাইকের মোট পাঁচজন গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক এনভিএফ পুলিশকর্মীর, আশঙ্কাজনক অবস্থা ৪ জনের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকার ডেবরা অডিটোরিয়াম হলের সামনে।
জানা গিয়েছে, বালিচক এর দিক থেকে ডেবরা থানার তিন পুলিশকর্মী একটি বাইকে করে প্রচন্ড গতিতে ডেবরা বাজারের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি বাইকে বালিচক যাচ্ছিল ২ আরোহী। ডেবরা অডিটোরিয়াম হলের সামনে প্রচন্ড গতিতে থাকা পুলিশের বাইকটি সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা মোটরবাইকে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে সকলে কমপক্ষে ৫ থেকে ৭ ফুট দূরে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কিংকর অধিকারী বলেন, “পুলিশকর্মীদের বাইকটি বেপরোয়া গতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা বাইকটিকে ধাক্কা মারে পুলিশকর্মীদের বাইক।”
দুর্ঘটনার পরে সকলেই অচেতন অবস্থায় ছিটকে বিভিন্ন জায়গায় পড়েছিলেন। কিংকর অধিকারী সহ প্রত্যক্ষদর্শীরা কয়েকজন তাদের উদ্ধার করে ডেবরা হাসপাতালে পাঠায়। সেখানে রামতনু সিংহ মহাপাত্র (২৯) নামে এক এনভিএফ কর্মীকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের সকলের অবস্থা আশঙ্কাজনক থাকায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।