অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি: সরকারি কর্মচারীদের বকেয়া ডি- এর দাবিতে ঝাড়গ্রাম আদালতে সংগ্রামী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একদিনের কর্ম বিরতি পালন করে ডি- এর দাবিতে আন্দোলন শুরু করেছে ঝাড়গ্রাম আদালতের কর্মচারীরা। যার ফলে ঝাড়গ্রাম আদালতে শুক্রবার সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। বকেয়া ডি-এ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তবে শুক্রবার তারা একদিনের প্রতীকি এই আন্দোলন করছে। এরপর যদি বকেয়া ডি- এ না দেওয়া হয় তাহলে আগামী দিনে লাগাতার আন্দোলন করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।