জয় লাহা, দুর্গাপুর, ১৯ নভেম্বর: গোপন সুত্রে খবর পেয়ে পুলিশের জালে ধরা পড়ল এক গাঁজা পাচারকারী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার নীলডাঙা এলাকায়। পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতের নাম শেখ মইনুদ্দিন। তার বাড়ি দুর্গাপুরের ফরিদপুর থানার আরতী গ্রামে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর ১২ নম্বর ওয়ার্ডের নীলডাঙা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে প্রায় ২৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।