সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৫ মে: বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। গুরুতর আহত হলেন তাঁর বন্ধু। শনিবার রাতে ঘটানাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ দাস, সে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা এবং আহত হয়েছেন তাঁর বন্ধু সুদীপ বিশ্বাস নামে এক যুবক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গাইঘাটা থেকে বনগাঁ বাইকে করে যাচ্ছিলেন সুদীপ-প্রদীপ ও আরও এক যুবক। চাঁদপাড়া এলাকায় বনগাঁর দিক থেকে গাইঘাটা গামী একটি বেপরোয়া ম্যাটাডো গাড়ি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের, গুরুতর আহত হয় সুদীপ বিশ্বাসও। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে প্রদীপের মৃতদেহটি উদ্ধার করে এবং সুদীপকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক সুদীপ ও প্রদীপের সঙ্গে থাকা এক যুবক। ঘাতক গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারদের দাবি রাতে এই রোডে কোনও নিরাপত্তা বলতে কিছু থাকে না। পুলিশি ব্যবস্থা থাকলেও পন্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন গাড়ি বেপরোয়া ভাবে চলে। এর ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষদের।

