সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই: মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাইক চেপে আত্মীয়ার বাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরহীর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায়। মৃত বাইক চালকের নাম আজীবর মন্ডল (৪২)। বাড়ি বাগদা থানার মালিপোতা এলাকায়। স্ত্রী কোহিনীর মন্ডল ও তার শিশু কন্যা বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের খবর, এদিন মেয়ে ও স্ত্রীকে বাইক চেপে বাড়ি থেকে বেরিয়ে বনগাঁ-বাগদা সড়ক ধরে বাগদার দিকে যাচ্ছিলেন। সেই সময় আরামডাঙা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীকে মুখোমুখি ধাক্কা মারে। এরপর শিশু কন্যা ও তার মা রাস্তার পাশে একটি জঙ্গলের মধ্যে ছিটকে যায়। আজীরবাবু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। শব্দ শুনে আশপাশের প্রতিবেশীরা শিশু ও তার মাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতেলে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। ট্রাকের নীচ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাক সহ চালককে আটক করে পুলিশ।