পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ১নম্বর দেবগ্রাম অঞ্চলের ছাগলিয়া গ্রামে গতকাল পুলিশের পক্ষ থেকে হঠাৎ অভিযান চালিয়ে পোস্ত চাষ নির্মূল করা হয়। জানা গেছে, এই এলাকায় প্রায় এক বিঘা জমিতে পোস্ত চাষ করা হয়েছিল। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
পাশাপাশি আজ একাধিকবার পুলিশ প্রশাসনের প্রচার সত্ত্বেও বন্ধ হয়নি পোস্ত চাষ, অবশেষে পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশ। কেটে নষ্ট করা হল কয়েক বিঘে জমির পোস্ত গাছ। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়, রমরমিয়ে পোস্ত চাষ হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে, বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামল রামজীবনপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী, কেটে নষ্ট করা হলো কয়েক বিঘে পোস্ত গাছ।