আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ এপ্রিল: মেদিনীপুরের এফসিআই গুদাম থেকে চাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার গুদাম থেকে সরকারি চাল চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মহামারির প্রকোপ চলায় যেখানে মানুষকে বেঁচে থাকার খাবারের জন্য ত্রাণ দিতে হচ্ছে, সেখানে মেদিনীপুরের এফসিআই গোডাউন থেকে বস্তা বস্তা চাল চুরি হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ সকালে মেদিনীপুর শহরের একটি ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি সরকারি সীলমোহর লাগানো বেশ কয়েক বস্তা চাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাদের একজনকে হাতেনাতে ধরে ফেলে মেদিনীপুর কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ এসে ষোল বস্তা চাল ও একজনকে আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

