গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ ডিসেম্বর: বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে সনৎ মালিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুরশুড়া থানার পুলিশ।
জানা গেছে, পুড়শুড়ার বকুলতলা এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ ভাজন অবস্থায় ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখতে পায় ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়। ওই ব্যক্তির কাছ থেকে প্রায় আশি লিটার চোলাই মদ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খানাকুল থানার বকুলতলা এলাকায় বিক্রির উদ্দেশ্য এসেছিল ওই ব্যক্তি। এরপর পুলিশ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে কিছু বেআইনি মদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

