আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ আগস্ট: আদার বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল সেগুন কাঠ। গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জে অভিযান চালিয়ে জাতীয় সড়ক থেকে ভিন রাজ্যের এক পাচারকারী সহ প্রায় কুড়ি লক্ষ
টাকার সেগুন কাঠ (বার্মাটিক) বাজেয়াপ্ত করা হয়।
বেলাকোবা রেঞ্জ সুত্রে জানা গিয়েছে, গৌহাটি থেকে কলকাতায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুন কাঠগুলি। বনদফতরকে আড়াল করতে ট্রাকে লোড করা হয় আদার একাধিক বস্তা। সেই আদার বস্তার নিচে সারি সারি করে রাখা ছিল সেগুন কাঠ। শুক্রবার ফাটাপুকুর এলাকার জাতীয় সড়কে অভিযান চালায় বেলাকোবা রেঞ্জ। সেখান থেকে রাজস্থানের নম্বরের একটি ট্রাক বাজেয়াপ্ত করে রেঞ্জার সঞ্জয় দত্ত। সেই ট্রাকে তল্লাশি করে আদার বস্তা নামাতেই বের হয়ে আসে সেগুন কাঠের অসংখ্য পাটাতন।
গাড়ির চালক রাজস্থানের বাসিন্দা সুনিল কুমারকে গ্রেফতার করে বনদফতর। মোটা টাকার লোভে এই পাচারের কাজে যুক্ত হয়েছিল ধৃত বলে জেরার উঠে এসেছে। গৌহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুন কাঠগুলি বলে তদন্তে উঠে এসেছে। গাড়ির মধ্যে জিপিআরএস বসানো ছিল। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ধৃতকে শনিবার জেলা আদালতে তোলা হবে।”