সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত ও ব্যবহারের অভিযোগে বাঁকাদহ থেকে অভিযুক্ত একজনকে গ্ৰেপ্তার করে, পলাতক অপর অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।
আজ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) সাংবাদিকদের জানান যে, গতকাল সন্ধ্যায় বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহের কৃশানু দত্ত ও বাপন মন্ডলের দোকানে ও গোডাউনে এলপিজি গ্যাসের সিলিন্ডার অবৈধভাবে মজুত ও ব্যবহার করার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। দেখা যায় অত্যন্ত বিপদজনকভাবে তারা এই কাজ করছে। মোট ৭৯টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।
মোট ৭৯টি এলপিজি সিলিন্ডারের মধ্যে কৃশানু দত্তের দোকান থেকে ৪৪টি এলপিজি সিলিন্ডার (২৩টি গ্যাস ভর্তি, খালি ২১টি) এবং বাপন মণ্ডলের দোকান থেকে ৩৫টি সিলিন্ডার (ভর্তি ৬টি, খালি ২৯টি) বাজেয়াপ্ত করা হয়েছে। বাপন মন্ডল পালিয়ে যেতে সক্ষম হলেও কৃশানু দত্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি রিফিলিং পাম্প, ২টি ওজন মেশিন ও ৭টি ছোট সিলিন্ডার। বাপন মণ্ডলের খোঁজে অভিযান চলছে বলে তিনি জানান।