Tab, Jhargram, ঝাড়গ্রামে ট্যাব কান্ডে ফের গ্রেপ্তার এক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর: ঝাড়গ্রামে ট্যাব কান্ডে ফের গ্রেপ্তার এক। এখনো পর্যন্ত দু’জন গ্রেপ্তার হলো। আজ গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়গ্রামে আনা হচ্ছে। আগামী কাল কোর্টে তোলা হবে।

অভিযুক্তর বাড়ি চোপড়া। উমর ফারুক নামে ওই ব্যক্তিকে উত্তরদিনাজপুরের আসারুবস্তি এলাকার দক্ষিণ আমতলা এলাকা থেকে আজ ঝাড়গ্রাম জেলা পুলিশের সাইবার ক্রাইম ও থানা যৌথ ভাবে অপারেশন চালিয়ে আজ গ্রেপ্তার করে। ঝাড়গ্রামে ট্যাব জালিয়াতরা স্কুলে হানা দিয়েছিলো পুজোর ছুটির আগেই। প্রতি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র- ছাত্রীদের নামের তালিকা অ্যাকাউন্ট নাম্বার সহ তৈরী হয়ে যায় পুজোর আগেই। সেই সময় শেষবারের মতো ওই তালিকা পর্যবেক্ষণ করতে গিয়ে বেশ কিছু স্কুল লক্ষ্য করে, তাদের ছাত্র ছাত্রী বাদেও বেশ কিছু অতিরিক্ত নাম তাদের তালিকায় রয়েছে। অথবা একই ছাত্র- ছাত্রীদের নাম দুবার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তাদের আইএফএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আলাদা।

ডিআইকে ঘটনার কথা জানালে স্কুলের ভুল হতে পারে মনে করে নাম সহ বাকি নথি ভালো করে স্কুটিনি করে ঠিক করে দিতে নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ ফের নথি ঠিক করে পোর্টালের পাসওয়ার্ড পাল্টে ফেলেন। ফলে আজ যে দুর্নীতির সংখ্যাটা জেলায় মাত্র ৬২, তা অনেক বেশি হওয়ার সম্ভাবনা ছিলো। যে সমস্ত স্কুল পাসওয়ার্ড পাল্টায়নি তাদের ক্ষেত্রেই এই সাইবার প্রতারকদের কারচুপি করতে সুবিধা হয়েছে।

এব্যাপার ডিআই শক্তি ভূষণ বন্ধ্যোপাধ্যায় কিছু না বললেও জেলা শাসক সুনীল আগারওয়ানা জানান, গোটা বিষয়টির তদন্ত চলছে। ২জন গ্রেপ্তার হয়েছে। বাকিরাও গ্রেপ্তার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *