আমাদের ভারত, ১০ নভেম্বর: সোমবার নন্দীগ্রাম দিবস স্মরণে মিছিল করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়ো যুক্ত করে বার্তা দিলেন তিনি।
শুভেন্দুবাবু লিখেছেন, “নন্দীগ্রাম আন্দোলনের ‘রক্তস্নাত সূর্যোদয়’-এর ১৮তম বার্ষিকীতে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদদের স্মরণে, আমি শহিদ স্মৃতিস্তম্ভে আন্তরিক শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছি। রক্তে ভেজা শহিদ; পাছে আমরা নন্দীগ্রামকে ভুলে যাই।”
প্রসঙ্গত, ২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সানশাইন’ বা ‘রক্তাক্ত সূর্যোদয়’-এর দিন। প্রতি বছর শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে উদযাপন করে। ২০০৭ সালে বাম জমানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক ছিলেন শুভেন্দুবাবু। তাই তিনিও নিজের এলাকায় ফি বছর এই দিন স্মরণ অনুষ্ঠান করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

