আবারও কচুরিপানার ঝাঁক আটকে ক্ষতিগ্রস্ত দাসপুরের কন্যাশ্রী সেতু

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের চকসুলতান গ্রামে পলাশপাই খালে শুক্রবার বিকাল থেকেই বিশাল পরিমাণে কচুরি পানার ঝাঁক এসে আটকে যায় চকসুলতান কন্যাশ্রী সেতুর নিচে। প্রচুর পরিমাণে কচুরি পানার ঝাঁক আটকে যাওয়ার ফলে সেতুটিকে সুরক্ষিত রাখার বিষয়ে বেশ চিন্তিত ছিল এলাকার বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যেবেলা গোছাতি গ্রাম পঞ্চায়েতের তরফে ব্রিজে বেশ কিছু আলো লাগানোর ব্যাবস্থা করা হয়। শনিবার সকাল থেকেই সেতুটিকে রক্ষার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালেই সেচদপ্তর ও গোছাতি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সেতুর নীচে আটকে পড়া কচুরি পানার ঝাঁক সরানোর কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এর আগেও পানার ঝাঁক আটকে ভেঙ্গে গিয়েছিল সেতুটি। কিছু দিন আগেই একবার পানার ঝাঁক আটকে গিয়েছিল সেতুতে যদিও সেই সময় স্থানীয়রা পানা পরিষ্কার করে রক্ষা করেছিল সেতুটিকে। এরপরে আবারও পানার ঝাঁক আটকে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। ইতিমধ্যেই পানার চাপে সেতুর মাঝ বরাবর বাঁক নিয়েছে। যে কোনও সময় ভাঙ্গতে পারে সেতুটি।

তবে স্থানীয়দের একাংশের মতে প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে অপরিকল্পিত ভাবে সেতু নির্মাণের জন্যই এই ভাবে পানার ঝাঁক এলেই ক্ষতির সম্মুখীন হচ্ছে কন্যাশ্রী সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *