পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জানুয়ারি: আবারও বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে। রবিবার সকাল থেকেই বেলপাহাড়ির মনিয়ার্ডি গ্রামের জঙ্গলের মাটি ও বালির রাস্তায় দেখা মিলেছিল অজানা জন্তুর পায়ের ছাপের। এলাকার মানুষজন জানিয়েছেন, ওই রাস্তায় এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ একাধিক পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। মনিয়ার্ডি গ্ৰামের বাসিন্দারা বলেন, ‘বাঘের মত দেখতে জন্তু আমরা দেখেছি। জঙ্গলের দিকে খুব আসতে আসতে হেঁটে গিয়েছে।’
সন্ধ্যায় ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, বেলপাহাড়ির জঙ্গলে যে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছিল সেটি বাঘের পায়ের ছাপ। মনিয়ার্ডি গ্রাম সংলগ্ন এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।