আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ অক্টবর: রবিবার বিশ্ব খাদ্য দিবসকে সামনে রেখে গরিব মানুষের হাতে খাদ্য তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন।
বিশ্বব্যাপী সচেতনতা, ক্ষুধার মোকাবিলা এবং সকলের জন্য স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করার সঙ্কল্পকে উদ্দেশ্য করে এই দিনটি পালিত হয়। হাঙ্গেরির প্রাক্তন কৃষি ও খাদ্যমন্ত্রী ডঃ পাল রোমানির পরামর্শে ১৯৭৯ সালের নভেম্বরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন শুরু হয়। ধীরে ধীরে এটি ক্ষুধা, অপুষ্টি, এবং খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি উপায় হয়ে ওঠে। এ দিন শহরের রাজবাড়ি পাড়ার নিচ মাঠ এলাকায় শতাধিক গবির মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হল। মেনুতে ছিল ভাত ও ডিমের তরকারি। উদ্দেশ্য প্রত্যেক মানুষ যেন পুষ্টিকর খাবার খেতে পারেন। এটা সকলের
দায়িত্ব ও কর্তব্য।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট জাফর পারভেজ।স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অঙ্কুর দাস।