জে মাহাতো, মেদিনীপুর, ২৬ সে সেপ্টেম্বর:
বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর বন্দোপাধ্যায়ের ২০২ তম জন্মদিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের সৃষ্টি ফাউন্ডেশন এক আলোচনা সভা ও দুঃস্থ গরিব বিধবাদের নতুন বস্ত্র দেওয়া হল। রেডক্রস সোসাইটির হলের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের জাতীয় শিক্ষক বীরেন পাল।
প্রথমে বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মেদিনীপুর শহরের ৩৫ জন দুঃস্থ বিধবার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। জাতীয় শিক্ষক বীরেন পালএই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আজকের দিনে বিদ্যাসাগর মহাশয় কতটা প্রাসঙ্গিক সে বিষয় আলোচনা করেন তিনি। সৃষ্টি ফাউন্ডেশন পুজোর মুখে আরো কিছু দুঃস্থ মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হবে বলে জানায়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডা বিদ্যুৎ ভট্টাচার্য, প্রদ্যুৎ ভট্টাচার্য, পীযূষ ঘোষ, অলোক ঘোষ, দিব্যেন্দু সিংহ মহাপাত্র, মমতা ভট্টাচার্য, কণিকা ভট্টাচার্য, মনীষা শাহু।