বৃহস্পতিবার রামনামে ভাসবে গোটা রাজ্য, প্রস্তুতি তুঙ্গে

আমাদের ভারত, কলকাতা, ২৯ মের্চ: আগামীকাল রামনামে ভাসবে গোটা রাজ্য। এর জন্য প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। প্রায় দু’হাজার শোভাযাত্রা থেকে কয়েক লাখ রামভক্তের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হবে আকাশ বাতাস।

হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করেছিল অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক শোভাযাত্রা বের করবে তারা। সাংবাদিক সম্মেলন করে হিন্দু জাগরণ মঞ্চের নেতারা জানিয়েছিলেন, রামনবমীর দিন শুধু তাদের পরিচালনায় ৬০০ র বেশি শোভাযাত্রা বেরোবে। সামগ্রিক ভাবে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি শোভাযাত্রা হবে। তাদের দাবি, এই সংখ্যা দু’হাজার ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া সংযোজক সৌরিশ মুখার্জি জানিয়েছেন, শুধু দক্ষিণবঙ্গেই ১৫০০ শোভাযাত্রা হবে। উত্তরবঙ্গে হবে ৫০০টি।

সৌরিশবাবু জানান, বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এখন ব্যানার, পতাকা এবং ভগবান রামচন্দ্রের কাটআউট লাগানোর কাজ চলছে। বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তায় ২৮ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া ভগবান শ্রী রামচন্দ্রের কাট আউট লাগানো হয়েছে।

সব থেকে বড় শোভাযাত্রা বেরোবে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ( রামভক্তরা অবশ্য ঈশ্বরপুর বলেন)। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য গতকালই ৫৭ বস্তা চাল, ২৫ টিন তেল এবং ৩০ বস্তা মুগ ডাল এসে গেছে বলে জানিয়েছেন গৌতম সরকার। তিনি জানিয়েছেন, আজকের মধ্যে এর থেকেও বেশি দান আসবে।


ছবি: ইসলামপুরের।

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে রামনবমীকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন। জানা গেছে, ২৯৩টি বিধানসভার প্রতিটিতে অন্তত একটি করে শোভাযাত্রা বেরোবে, কোনও কোনও এলাকায় একাধিক শোভাযাত্রা হবে। শুধু কলকাতাতেই গোটা ছয়েক শোভাযাত্রা বেরোবে। অন্যদিকে হাওড়া শহরেই বেরোবে ছটি শোভাযাত্রা। এছাড়া হাওড়া গ্রামীণ এলাকায় অসংখ্য শোভাযাত্রা হবে।

সৌরিশ মুখার্জি জানিয়েছেন, এবার নবমী উপলক্ষে আমরা বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনের কাছে গিয়েছিলাম, ভালো সাড়া মিলেছে। তারাও এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। আমরা বুঝতে পারছি রামনবমী একটা সামাজিক উৎসবে পরিণত হচ্ছে। এবার বেশ কিছু বড় বড় শোভাযাত্রা বেরোবে, সেইসব শোভাযাত্রায় ৪০ থেকে ৫০ হাজার রামভক্ত অংশগ্রহণ করবেন। এই বড় বড় শোভাযাত্রাগুলি হবে, আসানসোল, রানীগঞ্জ, নলহাটি, রামপুরহাট, পূর্ব ভগবানপুর, মেচেদা, কাঁকিনাড়া, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর এবং মালদায়। সব থেকে বড় শোভাযাত্রা হবে ঈশ্বরপুরে ( ইসলামপুরে)। সেখানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন।

সৌরিশ বাবু জানিয়েছেন, প্রস্তুতি শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল সকাল থেকেই একের পর এক শোভাযাত্রা বেরোবে। আগামী ৬ এপ্রিল হনুমানজয়ন্তি পর্যন্ত বিভিন্ন এলাকায় নানান অনুষ্ঠান চলবে। বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার সারা দেশেই রামনবমীর অনুষ্ঠানে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া আগামী বছর অযোধ্যায় রামমন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন রামলালা। সেই উপলক্ষে আমরা ঘরে ঘরে রামলালাকে পৌঁছে দেব। এজন্য বিভিন্ন এলাকায় কুইজ এবং রামলালা সাজো প্রতিযোগিতা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *