স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ নভেম্বর:
বিয়ের দিনে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন এক নব দম্পতি। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের কাশ্যপ পাড়ার চকফেরা গোস্বামী বাড়ির ছেলে দেবায়ন ভাদুরী শুক্রবার রেজিষ্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংগীতা চক্রবর্তীর সাথে। আর এদিনই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার দান করেন ওই নব দম্পতি। পাশাপাশি এদিন মরমী নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে আই কালেকশন সেন্টার করার জন্য ১০ হাজার টাকা তুলে দেন। নব দম্পতির এহেন সামাজিক কর্মের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন শান্তিপুরবাসী।