সাথী দাস, পুরুলিয়া, ১ জানুয়ারি: অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়ার পথে অটো উল্টে মৃত্যু হল এক জনের। ঘটনায় আহত হন চার জন। ঘটনাটি ঘটেছে আড়ষা থানার সিরকাবাদ গ্রামের কাছে অযোধ্যা পাহাড়ে। আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকালে একটি অটোতে পুরুষ, মহিলা ও বাচ্চা সহ মোট ১৪ জন জয়পুর থানার পিঁপড়া ট্যাঁড় গ্রাম থেকে পিকনিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায় অটোটি। স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে প্রথমে সিরকা বাইদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপালে গুরুতর আহত তিন জনকে স্থানান্তরিত করা হয়। সেখানেই উমাকান্ত মুদি(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত অবস্থায় দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
পিকনিক করতে গিয়ে মৌমাছির আক্রমণে আহত ৩ জন। ঘটনা পুরুলিয়া শহরের কাছে সুরুলিয়া ডিয়ার পার্কের। আহতদের পুরুলিয়া মেডিকেল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া শহরের ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি পরিবার মিলে আজ পুরুলিয়ার ডিয়ার পার্কে পিকনিকে গিয়েছিলেন, আচমকা বেশ কিছু মৌমাছি আক্রমণ করে ওই পরিবারগুলির ওপর, অন্যান্য মহিলারা কোনো ক্রমে পালিয়ে বেঁচে গেলেও ৩ জন কিশোরী মৌমাছির আক্রমনে আহত হয়। খবর পাওয়া মাত্র পারিবারের লোকজন সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।