জে মাহাতো, মেদিনীপুর, ১৪ নভেম্বর:
ঝাড়গ্রাম জেলার বিনপুর এবং গোপীবল্লভপুরে তাঁর দুটি অনুষ্ঠানে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানাল তাঁর শতাধিক অনুগামী।
শনিবার দুপুর ২:৫০টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দাতে ফুল দিয়ে শুভেন্দুবাবুকে সংবর্ধনা জানান তাঁর অনুগামীরা। দুপুর ১২টা থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনুগামীরা আড়াই ঘন্টা পরে ক্ষনিকের দেখা পেলেও কেউ বিরক্ত হননি বরং খুশিই হয়েছেন বলে জানিয়েছে তারা।
শুভেন্দুবাবু আজ ঝাড়গ্রাম জেলার বিনপুর এবং গোপীবল্লভপুরে দুটি কালী পুজোর উদ্বোধন করেন। দুটি ক্ষেত্রের প্রচার ব্যানারের একটিতে তাঁকে রাজ্যের পরিবহনমন্ত্রী হিসেবে এবং অন্যটিতে সমাজ সেবক হিসেবে উল্লেখ করা হয়েছেl