আমাদের ভারত, মালদা, ৬ মার্চ: দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে চাঁদে জমি কিনে উপহার হিসেবে স্ত্রীকে দিলেন স্বামী। জমির নথিপত্র পেয়ে গেছেন স্বামী।
ইংরেজবাজার শহরের তিন নম্বর গর্ভমেন্ট কলোনিতে আকাশ চক্রবর্তী ও দেবযানী চক্রবর্তীর বাড়ি। আকাশ চক্রবর্তী ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত। দু’বছর আগে বিয়ে হয় মালদা শহরের আকাশের সঙ্গে দেবযানীর। প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে আরো অনেকের মতোই উপহার দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বিবাহ বার্ষিকী আসার আগে থেকেই আকাশের মাথায় বিভিন্ন পরিকল্পনা পাক খেতে থাকে, যে স্ত্রীকে অন্যরকম কিছু উপহার দিতে হবে। তার খোঁজ পেতে ইন্টারনেট ঘেঁটে যাচ্ছিলেন তিনি। সেখানেই তার নজরে পড়ে নিউইয়র্কের একটি সংস্থার, যারা চাঁদে জমি বিক্রি করছে। বিষয়টি মনে ধরে তার। যোগাযোগ করেন সেই সংস্থার সঙ্গে। অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত স্ত্রীকে উপহার দিতে চাঁদে এক একর জমি কিনে ফেললেন তিনি। ৬৮ মার্কিন ডলার খরচ করে সেই জমি কিনেছেন তিনি। ভারতীয় মতে ৫ হাজার ৪৪০ টাকা।
আকাশ বাবু বলেন, আমাদের দু’জনের সিদ্ধান্তেই এই জমি আমরা চাঁদে কিনে ফেললাম জানি না কবে যাব তবে যাওয়ার চেষ্টা করবো। ইচ্ছে অন্তত পক্ষে নিজের জমিতে গিয়ে পা রাখার।
অন্যদিকে স্ত্রী দেবযানী চক্রবর্তী জানান, সাধারণত বিবাহবার্ষিকীতে সবাই সোনার গয়না বা অন্যকিছু দিয়ে থাকে। তবে আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করেছিলাম। তাই চাঁদের জমি কিনে ফেললাম। ভবিষ্যতে কি হবে জানি না তবে চেষ্টা করব যাওয়ার।