আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ এপ্রিল: বৈশাখের দ্বিতীয় দিনের সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হল রায়গঞ্জ সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলায়। লকডাউনে এমনিতেই প্রয়োজন ছাড়া রাস্তায় লোক বের হচ্ছেন না, তার উপর সকাল থেকে ঝড় আর বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে একেবারেই জনমানবশূন্য হয়ে পড়েছে।
সকাল সাতটা থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায় রায়গঞ্জে। অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। শুরু হয় ঝোরো হাওয়া আর তার সাথে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। লক ডাউনের মাঝেই এমন আবহাওয়ায় জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। বসতে পারেনি কোনও বাজার। তবে ঝড় বা বৃষ্টিতে জেলায় ক্ষয় ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।