রাজেন রায়, কলকাতা, ২৬ আগস্ট: মুখ্যমন্ত্রী তাকে যে ভাষাতেই আক্রমণ করুন না কেন, সাংবিধানিক দায়িত্ব মেনে একের পর এক প্রশ্নে তিনি রাজ্য প্রশাসনকে আক্রমণ চালিয়ে যাবেন, এমনটাই ভেবে নিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনের লগ্নির হিসাব চেয়়ে চিঠি লেখার পর বুধবার ফের টুইট করে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। বুধবার পরপর তিনটি টুইট করে মুখ্যমন্ত্রীকে তিনি অভিযোগ করেন, রাজ্য প্রশাসনের কাজকর্মে কোন স্বচ্ছতা নেই। বারবার প্রশ্ন করার পরও তাঁকে উত্তর দেওয়া হয় না কেন?
তিনি আরও বলেন, ‘রাজ্য প্রশাসন সংবিধান মেনে চলে না। প্রশাসনিক কর্মীরা দলীয় নেতা কর্মীদের মতো আচরণ করছেন। কেন সাধারণ মানুষের সামনে সত্য তথ্য তুলে ধরছে না রাজ্য প্রশাসন। কাদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য?’
বিশেষত এই প্রথম নয়, এর আগেও একাধিক প্রশাসনিক অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। তার জবাবে কখনও ভেজাল কিট দুর্নীতির কথা বলে আবার কখনও কেউ কেউ ঘেউ ঘেউ করছে বলে কটাক্ষও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যাননি রাজ্যের সাংবিধানিক প্রধান। এ দিন ফের তিনটি ট্যুইটে তিনি বুঝিয়ে দিলেন, রাজ্য তাকে যাই বলুক, তিনি তার কর্তব্য পালনে এবং রাজ্যের গাফিলতির দিকে আঙুল তুলতে পিছপা হবেন না।

