পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: জাতীয় শিক্ষানীতি ২০২০-র তৃতীয় বার্ষিকী উপলক্ষে আইআইটি সর্বসাধারণের জন্য চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পাঠক্রম। ভারত সরকারের তত্ত্বাবধানে আইআইটি খড়্গপুরে প্রতিষ্ঠিত হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইনোভেশন হাব ফর ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেমস।
আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক ভি কে তেওয়ারি এবং টিসিএস আইওএন-এর গ্লোবাল হেড ভেঙ্গুস্বামী রামস্বামীর উপস্থিতিতে আইআইটি খড়্গপুরে এই কোর্সটি চালু হল। এই সার্টিফিকেট প্রোগ্রামটির মাধ্যমে প্রতি বছরে চারটি পর্যায়ে ১,০০,০০০ লক্ষ মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক তেওয়ারি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে কর্মহীন হওয়ার আশঙ্কা কাটিয়ে চাকরির ক্ষেত্রে নতুন আশার আলো সঞ্চারিত হবে।
Pingback: Say HAAI for AI - Hands-on Artificial Intelligence for the real-world applications | The KGP Chronicle