সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: আসন্ন শ্রীরাম নবমী উপলক্ষে ধর্মীয় মিছিলকে বিশাল রূপ দিতে বাঁকুড়ায় কোমর বেঁধে নামছে শ্রীরাম নবমী মহোৎসব সমিতি। গতকাল সন্ধ্যায় স্থানীয় সতীঘাটস্থিত বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে এ বিষয়ে কর্মসমিতি গঠন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অশোক দে সভাপতি ও জেলা হিন্দু মহাসভার কোরকমিটির সদস্য রাম অবতার ফোকলাকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি শক্তিশালী কমিটি তৈরী করা হয়।
বিগত কয়েক বছর ধরেই বিশ্ব হিন্দু পরিষদ- এর ব্যবস্হাপনায় বাঁকুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে শ্রীরাম নবমী উৎসব পালন করা হয়। ২০২৩ সালে মিছিলের পথপরিক্রমার রুট বদলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে রামভক্তদের গন্ডগোল বাঁধে। পূর্ব নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করাকে কেন্দ্র করে ঝামেলা বাধে।পুলিশ ব্যাপক লাঠি ও কাঁদানে গ্যাস প্রয়োগ করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গত বছরে ব্যাপক পুলিশের নিরাপত্তায় নির্বিঘ্নে মিছিল সম্পন্ন হয়। এবছর যাতে সুষ্ঠুভাবে মিছিল ও মহোৎসব পালন করা যায় তা নিয়ে তৎপর সমিতির সদস্যরা।
সমিতির সম্পাদক রাম অবতার ফোগলা বলেন, মিছিল বর্ণাঢ্য ও আকর্ষণীয় করে তোলার সবরকম প্রচেষ্টা করা হবে। গত বছরের তুলনায় এবছর আরো বেশি লোকসমাগম- এর উপর জোর দেওয়া হয়েছে। এক কর্মকর্তা জানান, এবার শ্রীরামনবমী রবিবার। সেদিন বেশি সংখ্যক মহিলাদের যোগদান করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সমিতি সূত্রে জানা গেছে, শ্রীরাম চন্দ্র ছাড়াও শ্রী হনুমান সহ বিভিন্ন দেবদেবীর সুসজ্জিত প্রতিকৃতি, শ্রীরাম শিলা ছাড়াও ঢাক সহ নানা ব্যান্ডপার্টি থাকবে মিছিলে।রামনবমীর দিন সকাল ন’টায় নূতনচটির পাঁচবাগা থেকে মিছিল শুরু হবে, শেষ হবে হিন্দু স্কুল মাঠে।