Shiv Chaturdashi, flower, price, শিব চতুর্দশী উপলক্ষে ফুলের দাম ঊর্দ্ধমুখী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: আগামীকাল শিব চতুর্দশী উপলক্ষে আজ কলকাতার মল্লিকঘাট সহ জেলার দেউলিয়া, কোলাঘাট প্রভৃতি বিভিন্ন ফুলবাজারগুলিতে গাঁদা, চেরি, গোলাপ, অপরাজিতা, ধুতরা সহ বিভিন্ন ফুলের দাম ঊর্দ্ধমুখী।

সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, শিবরাত্রি উপলক্ষে কলকাতার মল্লিকঘাটসহ জেলার বিভিন্ন ফুলবাজারগুলিতে আজ অপরাজিতা, ধুতরা, গাঁদা, চেরি, গোলাপ সহ সব ফুলের দাম ঊর্দ্ধমুখী।

মল্লিকঘাট সহ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, দেউলিয়ার পাইকারী ফুলবাজারে আজ গাঁদা ফুল বিক্রি হয়েছে ৫০ টাকা প্রতি কেজি, চেরি ফুল ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। হলুদ রঙের তিন ফুট সাইজের গাঁদাফুলের ২০টি মালা ৩০০- ৩৫০ টাকা, লাল গাঁদা ফুলের ঐ একই সাইজের ২০টি মালা ২০০-২৫০ টাকা, দোপাটি ৬০-৭০ টাকা প্রতি কেজি, অপরাজিতা ৪০০ টাকা প্রতি কেজি, আকন্দ ফুলের ছোট সাইজের ২০টি মালা ১৫০-১৭০ টাকা, পদ্ম প্রতি পিস ১০-১৫ টাকা, গোলাপের কুঁড়ি তিন থেকে সাড়ে তিন টাকা দরে বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *