Republic day, Garhbeta, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গুইয়াদহ সিরাজিয়া শিশু নিকেতনের সংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির ও আইনি সচেতনতা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে প্রতিষ্ঠিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গুইয়াদহ সিরাজিয়া শিশু নিকেতনের ১৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা, পুরস্কার প্রদান সহ স্বেচ্ছায় রক্তদান ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রবিবার।

এদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে দুই দিনধরে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র ও প্রতিষ্ঠা দিবসের নানা কর্মসূচির সূচনা করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কাজীবাবু আজকের দিনটির গুরুত্বের কথা উল্লেখ করে সংবিধানের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। শিশুদের অধিকার, শিক্ষা ও অভিভাবকদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি সুনাগরিক গঠনের জন্য আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী মুফতি কিসমত আলী, কড়সা-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ রাজু, গুইয়াদহ হাই মাদ্রাসার শিক্ষক মোবারক আলী, শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা সেলিম মন্ডল প্রমুখ। প্রায় ২০০ শিশু সহ অভিভাবকরা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *