পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: আজ দিনভর রামপুজো উপলক্ষে খড়্গপুর এবং মেদিনীপুর দুই শহরে নানা কর্মসূচিতে যোগ দেন ভারতী ঘোষ। প্রথমে খড়্গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। তারপর ভারত সেবাশ্রম সঙ্ঘে এবং গোপালী বাজারের রাম মন্দিরে পুজো দেওয়ার পর কীর্তনে যোগ দেন। সবশেষে মেদিনীপুর শহরের ধর্মাচকে বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতের রামলালার পূজা দেওয়ার পর একাধিক প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন। তৃণমূলের সংহতি যাত্রা নিয়েও কটাক্ষ করেন ভারতী ঘোষ।
তৃণমূলের সংহতি মিছিল নিয়ে প্রশ্ন করা হলে ভারতী ঘোষের সোজা সাপ্টা বক্তব্য এটা সংহতি না এটা অসংহতি মিছিল। কেননা যে মিছিল বেশিরভাগ মানুষদের নিয়ে হয় না সেটা অসংগতি বলা চলে। আসলে এরা সংহতি শব্দটি কি তা বুঝতে শেখেনি। যেখানে রাজ্য সরকার বারবার ধরে বলছে ধর্ম যে যার উৎসব সবার, সেখানে নিজেরাই সংহতি বুঝতে অসুবিধে বোধ করছেন।
এরপর পুলিশের পুজো বন্ধ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতী ঘোষ বলেন, “কলকাতার বিভিন্ন জায়গায় পুজো বন্ধ করার অভিযোগ এসেছে তার কাছে। বিশেষ করে উত্তর কলকাতার নিউটাউন, রাজারহাট সহ বিভিন্ন জায়গায়। পুলিশ কেন পুজো বন্ধ করাচ্ছে বা হুমকি দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “ধর্ম তো কোন রাজনৈতিক দলের নয়, ধর্ম সবার উপরে।”