সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস উপলক্ষে বাঁকুড়া থেকে কলকাতা পদযাত্রার আয়োজন করা হয়েছে। বালক ব্রহ্মচারী মহারাজ প্রতিষ্ঠিত সন্তান দল এই উদ্যোগ গ্ৰহণ করেছে।আজ সকালে বাঁকুড়া শহরে সন্তান দল কার্যালয় থেকে এই পদযাত্রার সূচনা হয়। এই পদযাত্রাটি আগামী ২৩ জানুয়ারি কলকাতার রানী রাসমণি রোডে সমাপ্ত হবে। ঐ দিন এক জনসভারও আয়োজন করা হয়েছে বলে সন্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সকালে সুসজ্জিত রথ ও ট্যাবলো সহ পদযাত্রাটির শুরু করা হয়। প্রায় পাঁচ শতাধিক কর্মী ও ভক্ত শিষ্য এই পদযাত্রায় পা মেলান।নেতাজি এখনোও জীবিত রয়েছেন বলে সন্তান দলের দৃঢ় বিশ্বাস। অবিলম্বে নেতাজিকে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে পদযাত্রায়।

