স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলার ক্লাবগুলিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মন্ত্রী শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, পূর্ব মেদনীপুর, ১৫ আগস্ট: তমলুকে স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান ক্লাবগুলিকে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের জেলায় করোনায় মৃত্যুর হার এক শতাংশ। স্বাধীনতার লড়াই থেকে শুরু করে শিক্ষা এই জেলা সব কিছুতেই এগিয়ে। করোনার বিরুদ্ধে লড়াইতেও আমাদেরকে এগিয়ে থাকতে হবে। জেলার ক্লাবগুলিকে এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় তমলুকের রাজময়দানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৩০০টি ক্লাব পঁচিশটি পঞ্চায়েত সমিতি ও পাঁচটি পুরসভার হাতে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলেদেন মন্ত্রী। এই ব্যাগে পালস অক্সিমিটার, প্রেসার মাপার যন্ত্র, ডিজিটাল থার্মোমিটার, মাস্ক, স্যানিটাইজার সহ একাধিক জিনিসপত্র দেওয়া হয়েছে। এইসব জিনিসগুলো নিয়ে ক্লাবের সদস্যদের এলাকার মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেন তিনি। মন্ত্রী আরও জানান, শুধু এই জেলায় নয়, রাজ্যের নটি জেলায় এই ওয়েলফেয়ার ট্রাস্ট সেবার হাত বাড়িয়ে দিয়েছে। জেলার সমস্ত কোভিড হাসপাতাল ও সেফ হোমের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পিপিই কিট দেওয়া হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি জেতার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *