দুর্গাপুজো উপলক্ষে ৩০০ জনকে নতুন পোশাক দিল স্বেচ্ছাসেবী সংস্থা ভরসা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ অক্টোবর: দুর্গাপুজোর প্রাক্কালে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে পথশিশু ও দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল “ভরসা” নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় এবং জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মধ্যক্ষ নারায়ণ গোস্বামী বারাসাত এলাকার অসহায় দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন।

প্রায় ৩০০ শিশু ও দুঃস্থ মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন। নতুন শাড়ি, জামা প্যান্ট, চুরিদার থেকে শুরু করে লুঙ্গি, বাচ্চাদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হল অসহায় মানুষদের হাতে। সাথে করোনা সচেতনতায় সকলের হাতে তুলে দেওয়া হল মাস্ক। মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার ভরসা দিয়ে আজ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *