জন্মশতবর্ষ পূর্তিতে হেমন্ত মুখোপাধ্যায়ের শ্লেটের প্রতিকৃতি বসল রবীন্দ্র নিলয়ে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুন: কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ পূর্তিতে শ্রদ্ধা জানাতে তাঁর বিশেষ অনুরাগী সঙ্গীত শিল্পী হায়দার আলির উদ্যোগে এবং মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির সর্বাঙ্গীন সহযোগিতায় শ্লেটের তৈরি প্রতিকৃতি বসল মেদিনীপুর রবীন্দ্র নিলয় ক্যাম্পাসে। একটি ফ্রেমে নটি শ্লেট জুড়ে তাতে এনগ্রেভিং করে প্রতিকৃতিটি বানিয়েছে ঝাড়গ্রামের প্রখ্যাত ভাস্কর তথা শ্লেট শিল্পী সুবীর বিশ্বাস। মঙ্গলবার বিকেলে প্রতিকৃতিটির আভরণ উন্মোচন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা।

উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলি, সংস্কৃতি প্রেমী সমাজসেবী আনন্দ গোপাল মাইতি, মদন মোহন মাইতি, বাচিক শিল্পী অমিয় পাল, ছড়াকার বিদ্যুৎ পাল, নাট্য ব্যক্তিত্ব অঞ্জন সিকদার, চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, শিক্ষারত্ন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, ভাস্কর সুদীপ মাইতি, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, সঙ্গীত শিল্পী সুতৃপ্তা মান্ডল, মিতালী ত্রিপাঠী, সুমন্ত্র সাহা, অনিন্দ্য সেন, শাওন সিংহ, সুদীপ করণ, নৃত্য শিল্পী শাস্বতী শাসমল, বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে, রীতা বেরা, চিত্র শিল্পী নরসিংহ দাস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। বিধি মেনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এই প্রতিকৃতি স্থাপনের অন্যতম উদ্যোক্তা সঙ্গীত শিল্পী হায়দার আলি জানান, অসংখ্য রবীন্দ্র সঙ্গীত গেয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই রবীন্দ্র স্মৃতি সমিতির পক্ষ থেকে কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *