জগদ্ধাত্রীর শেষ রজনীতে আলোয় ভাসলো গোটা চন্দননগর

আমাদের ভারত, হুগলী, ১৩ নভেম্বর: চন্দননগরের চারদিনের জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। আলোয় ভাসলো গোটা শহর। এবার চন্দননগরের অন্যতম আকর্ষণ আলোকসজ্জার ওপর বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই কারণে প্রতিটি বারোয়ারী পুজো কমিটি আলোকসজ্জায় বাড়তি গুরুত্ব দিয়েছে। ফলে এবছর শহরের প্রতিটি এলাকা আলোয় ঝলমল করছে।

নবমীর সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। ভিড় সামাল দিতে ব্যস্ত স্বেচ্ছাসেবক থেকে নিরাপত্তা এজেন্সির কর্মীরা। সকাল থেকেই আজ মেঘলা আকাশ, তারই মাঝে মণ্ডপে মণ্ডপে নবমীর পুজোর ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে পুষ্পাঞ্জলি দিতে অনেক বারোয়ারী কমিটির প্যান্ডেলে লম্বা লাইন পড়ে।

নজরকাড়া পুজো গুলির মধ্যে ফটকগোড়া, বাগবাজার, বাগবাজার চৌমাথা, সন্তান সংঘ, হেলাপুকুরধার, চার মন্দির তলা, শিতলাতলা, বাউরি পাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সহ বিভিন্ন বারোয়ারী কমিটির পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *