বিধায়কের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ পূজা পাঠের আয়োজন বাঁকুড়ার ভৈরবস্থান মন্দিরে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সকালে বাঁকুড়া শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ভৈরবস্হান মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানার উদ্যোগে আজ বিশেষ পূজা পাঠের পর উপস্থিত শতাধিক কর্মীদের ও ভৈরবস্হান এলাকায় অধিবাসীদের পায়েস ও মিষ্টি বিতরণ করা হয়।

এদিন প্রধানমন্ত্রী ঘোষিত ১৮টি প্রকল্পের পরিষেবায় উপভোক্তাদের সহযোগিতা করার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বলে নিলাদ্রীবাবু জানান। তিনি বলেন, আজ থেকে এই ক্যাম্প থেকে উপভোক্তাদের সমস্ত রকম সহযোগিতা করা হবে। এদিন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন
নিলাদ্রীবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *