পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: আজ নতুন বছরের প্রথম দিন, একই সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী এবং শিশুদের ফল ও মিষ্টি উপহার হিসেবে তুলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, শালবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, শালবনী ব্লক নেতৃত্ব সনৎ মাহাতো, শুকলাল মান্ডি, সুমন চেটাল সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।
