আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৪ এপ্রিল: বাংলা বর্ষের প্রথম দিনেই তারাপীঠ মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। রবিবার দূরদূরান্তের ভক্তদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী থেকে মন্দিরের সেবাইতদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রতি বছর শুভ নববর্ষে স্থানীয় ব্যবসায়ীদের সমাগম হয় চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মন্দিরে পুজো দিয়ে ব্যবসা শুরু করেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, “বাংলা বছরের প্রথম দিনে সাধারণত স্থানীয় ব্যবসায়ীদের ভিড় বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের সেবাইতদের বাড়ির মহিলারাও মায়ের কাছে পুজো দিয়ে সারা বছর ভালো রাখার প্রার্থনা করেন”।
শুধু ব্যবসায়ী নয়, রাজনৈতিক কারবারিদেরও আনাগনা বাড়ে মন্দিরে। এদিন সাত সকালে পুজো দেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী গৌরি শঙ্কর ঘোষ। গৌরি শঙ্কর ঘোষ বলেন, “দেশের মানুষ শান্তিতে থাকুন এটাই প্রার্থনা করলাম। মায়ের কাছে আরও প্রার্থনা করলাম আমরা যেন অশুভ শক্তির পতন ঘটিয়ে শুভ শক্তির উদয় করতে পারি। মায়ের কাছে শক্তি চেয়েছি। মায়ের শক্তি নিয়েই অশুভ শক্তির পতন ঘটাব”।
দেবাশিসবাবু বলেন, “অন্যান্যবার কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বছর শুরু করি। এবার যেহেতু বীরভূম লোকসভার প্রার্থী তাই মা তারার পুজো দিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করলাম। পাশাপাশি মায়ের কাছে প্রার্থনা করলাম মা তারা আমাকে জয়ী করুন”। বেলার দিকে পুজো দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।