সাথী প্রামানিক, পুরুলিয়া, ৪ মে: গ্রিন জোনে থাকা পুরুলিয়া জেলায় কি লকডাউন উঠে গেছে? তৃতীয় পর্যায়ের লকডাউন এর প্রথম দিন পুরুলিয়ায় বাজারের পরিস্থিতি দেখলে অন্তত তাই মনে হবে। না লকডাউন জারি রয়েছে। শিথিল করার সরকারি নির্দেশ আসেনি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে।
সরকারি নির্দেশ বা বিজ্ঞপ্তির অপেক্ষা না করেই নিজের সিদ্ধান্তই দোকানপাট খুললেন পুরুলিয়ার ব্যবসায়ীরা। একইসঙ্গে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক পরার প্রয়োজন মনে করেনি ক্রেতা ও বিক্রেতা উভয়ই। এদিকে পরিস্থিতির কথা ভেবে পুলিশের বিশাল বাহিনীকে পুরুলিয়া শহরে নামতে দেখা যায়। সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আগের মতই বলবৎ থাকবে লকডাউন। এদিন মাইকে তা প্রচার করা হয় পুলিশের পক্ষ থেকে।