আমাদের ভারত, ১৬ অক্টোবর: যে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের রক্ষা করতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আবারও মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করলেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, লক্ষ্মী পুজোর দিন জোড়া হত্যা কাণ্ডের সাক্ষী বাংলা। এদিকে রেড রোডে কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী।
লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিক দুটি র্ঘটনার সাক্ষী হয়েছে বাংলা। কৃষ্ণনগরে পুজো মন্ডপের সামনে পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে অজ্ঞাত পরিচয় তরুণীর অর্ধ দগ্ধ বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাতঃভ্রমণকারীরা প্রথমে তরুণীর বিবস্ত্র অর্ধ নগ্ন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন।
কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরে ওই দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতে দেহ ওখানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত তরুণীর পরিবার। তাদের দাবি, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ১৮ বছরের ওই তরুণী। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর প্রেমিক তাকে ফোন করে ডেকে নিয়ে যায় বলে দাবি পরিবারের। আজ সকালে পুজো মণ্ডপের সামনে বিবস্ত্র অর্ধ নগ্ন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন সাধারণ মানুষ।
অন্যদিকে পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে। নদীর চরে পোঁতা ছিল যুবতীর দেহ। স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহত যুবতীর পরিচয় মেলেনি।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়ার গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হন কলকাতা পুলিশের গাড়ির চালক। গ্রেপ্তার হন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য ও মৃতার স্বামী। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, যে মুখ্যমন্ত্রী নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না তার ক্ষমতায় থাকার অধিকার নেই।