কাঁসাই- এর পাড়ে হলো বেনারসের আদলে সন্ধ্যা আরতি, ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শনার্থী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: পৌষ সংক্রান্তির সন্ধ্যা যেন এক টুকরো বেনারস। জেলায় বসে বেনারসের সেই আনন্দ পেলেন মেদিনীপুরবাসী। কাঁসাই- এর পাড়েই হলো বেনারসের আদলে সন্ধ্যা আরতি। যা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। মেদিনীপুর শহরের গান্ধীঘাটে সারি দিয়ে বেনারস থেকে আসা ব্রাহ্মণরা করলেন সুন্দর, মন মুগ্ধকর সন্ধ্যা আরতি। ঠান্ডা সন্ধ্যায় আনন্দ ও উত্তেজনায় মাতলেন জেলার মানুষ।

হাতে গোনা কয়েকদিন পর অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগেই মকর সংক্রান্তির পুণ্য লগ্নে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে উদ্বোধন হলো নবনির্মিত রাম মন্দিরের। এই মন্দিরে পুজো হবে রাম-সীতার। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর তীরে রাম- সীতার মন্দিরের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যরা।

প্রসঙ্গত, এর আগে এই স্থানে রাম সীতার মন্দির ছিল। বিশেষ একটি প্রকল্পের কাজ করার জন্য মন্দিরটি ভেঙ্গে ফেলতে হয়। তবে নতুন মন্দির নির্মাণের পর পৌষ সংক্রান্তির পুণ্য দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান সহযোগে প্রাণ প্রতিষ্ঠা হয় ভগবান রাম ও সীতার। এমনই মন্তব্য করলেন মেদিনীপুরের বিধায়ক।

রাম-সীতার মন্দির উদ্বোধন অনুষ্ঠানের পর শহরের গান্ধীঘাট এলাকায় বেনারসের আদলে সন্ধ্যা আরতি দেখেন মেদিনীপুরের মানুষ। ঢাক, ঢোল, বাদ্য সহকারে এই সন্ধ্যা আরতির আয়োজন করা হয় মন্দিরের পাশে।

বেনারস থেকে আসা ব্রাহ্মণরা সুসজ্জিত ভাবে ও সুন্দর ছান্দে এই সন্ধ্যা আরতি করেন; যা দেখতে ভিড় জমিয়েছিলেন ৮০ থেকে ৮০ সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *