বিধানসভা নির্বাচনের বর্ষপূর্তিতে ফের বিজয়বর্গীয়কে টুইটারে তথাগতর তোপ

আমাদের ভারত, কলকাতা, ২ মে: ফের কুকুরের ছবির সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়র ছবি-সহ কৈলাশবাবুকে মঙ্গলবার টুইটারে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়। এবার বিধানসভা নির্বাচনের বর্ষপূর্তিতে কৈলাশকে তোপ দাগলেন তিনি।

২০২১-এর বিধানসভার ভোটপর্ব সাঙ্গ হওয়ার পর বারংবার  কৈলাস বিজয়বর্গীয়-অরবিন্দ মেনন-দিলীপ ঘোষ-শিবপ্রকাশ এই চতুষ্কোণ নিয়ে মুখ খোলেন তথাগতবাবু। এর পর ৩১ অক্টোবর কৈলাসবাবুর নাম করে তোপ দাগেন তথাগত রায়। বলেন, “ওকে আমি এখনো ঘৃণা করি। আমার ঘৃণা কমবে না।”

বেশ কয়েকবছর আগে পাগ প্রজাতির কুকুরকে তাদের বিজ্ঞাপনে ব্যবহার করত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন। ২০২১-এর ২৫ অক্টোবর তথাগতবাবু ফেসবুকে একটি ছবির কোলাজ পোস্ট করেন। তাতে বাঁ দিকে দেখা যায় একটি পাগ প্রজাতির কুকুরের মুখ। আর ডান দিকে কৈলাস বিজয়বর্গীয়র মুখ। ওপরে লেখা ‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’। সেই পোষ্ট নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

মঙ্গলবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “আজ সেই দুর্ভাগ্যের দিন। ২০২১ সালের এই দিনে পশ্চিমবঙ্গ বিজেপি বিজয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে নিয়েছিল! নেতাকে ধন্যবাদ! দল যেন পাহাড়প্রমাণ ভুলের পুনরাবৃত্তি না করে!”

প্রসঙ্গত, ২০২১-এর ২১ নভেম্বর এক বিজেপি কর্মীর মন্তব্য বলে দাবি করে তথাগতবাবু টুইটারে লেখেন, “কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন, তখন ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এর পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে এ আর বিচিত্র কি?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *