রবিবার সকালে’হেরিটেজ কার ট্যুরে’ চমক কলকাতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: প্রত্যেক বছরের মতই শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। নিজের ভ্যালেন্টাইন হিসাবে অনেকেই নিজের প্রিয় সঙ্গীকে উপহার দেন পছন্দের জিনিস। সেই পছন্দের তালিকায় খুব ছোট জিনিস থেকে থাকতে পারে বাড়ি এমনকি গাড়িও। আবার পুরনো দিনের গাড়ির প্রতিও ঝোঁক থাকে গাড়ি প্রেমী একশ্রেণির মানুষের।

সেই কথা মাথায় রেখেই রবিবার শীতের সকালে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়ার আয়োজনে শতাব্দীপ্রাচীন ক্যালকাটা ক্লাব থেকে বের হল হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর। যেখানে অংশ নেয় মোট ৮০টি ভিন্টেজ গাড়ি-সহ ১৫টি ভিন্টেজ বাইক। একটি হেরিটেজ স্কুটার চালিয়ে নিজে উপস্থিত থেকে এই অনুষ্ঠানে উৎসাহ দেন তৃণমূল নেতা মদন মিত্র।

ঐতিহ্যবাহী বিরল ইণ্ডিয়ান এবং বিদেশি লেফট হ্যান্ড জিপ সহ একাধিক প্রাচীন বাইক ও গাড়ি এদিনের সকালে শহরের বুকে হেরিটেজ ট্যুরে সামিল হয়।

এদিনের সকালে ভালোবাসার মানুষজনদের সঙ্গে নিয়ে ভিন্টেজ কারে চড়ে বেরিয়ে পড়েন হেরিটেজ প্রিয় একদল মানুষ। ভিন্টেজ কারে চড়ে মনের মানুষদের সঙ্গে নিয়ে তারা ঘুরলেন নেতাজীর বাড়ি, বিদ্যাসাগরের বাড়ি, বিবেকানন্দের বাড়ি হয়ে শহরের একের পর এক ঐতিহ্যবাহী ইমারত। আর শহরের সাধারণ মানুষ বিস্ময়ভরে দেখলেন তাদের সেই শতাব্দীপ্রাচীন গাড়ি।

এদিনের হেরিটেজ ট্যুরে অংশ নেওয়া গাড়িগুলির মধ্যে বেশির ভাগ গাড়িই সেঞ্চুরি পার করেছে, আবার অনেকের গাড়ি সেঞ্চুরির দরজায়। হেরিটেজ গাড়িতে চড়ে যেমন প্রবীনরা ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করলেন তেমনি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েও এই র‍্যালিতে অংশ নেন।

হেরিটেজ কারের পাশাপাশি এদিনের সফরে ছিল বেশ প্রাচীন কিছু মোটরবাইকও। যার মধ্যে এরকম বাইকও রয়েছে যেটি বিশ্বযুদ্ধের সময় সেনার বিমান থেকে ফেলে দেওয়া হত তারপর সেটি নিয়ে চালতেন সেনারা। বাইকগুলি এতটাই মজবুত ছিল যে অত ওপর থেকে পড়েও শুধু আস্ত থাকতো তাই নয়, রীতিমতো সেগুলো ব্যবহার করতেন সেনারা। এই ঐতিহ্যবাহী গাড়িগুলির মধ্যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজবাড়ির গাড়িও অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *