আমাদের ভারত, হুগলি, ১ মার্চ : শিবচতুর্দশীর পুণ্য তিথিতে খুলে দেওয়া হয়েছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনার দাপটের জন্যে দীর্ঘ দুই বছর গর্ভগৃহ বন্ধ ছিল। এদিন গর্ভগৃহ খুলতেই খুশি শিব ভক্তরা।
শিব শিবচতুর্দশী উপলক্ষে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্যে উপচে পড়েছে ভক্তদের ভিড়। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ শৈবতীর্থ তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছিল। মঙ্গলবার ভোর-রাত থেকে মহা শিব-চতুর্দশীর সূচনা হয়েছে। এই সময়সীমা থাকবে পরদিন গভীর রাত পর্যন্ত।
মহা শিবরাত্রির এই সময়ে মধ্যে চার প্রহরে চারবার পূজিত হন মহাদেব। এই মহা শিবরাত্রিতে নারী পুরুষ নির্বিশেষে সকলেই পালন করেন শিবের ব্রত এবং উপবাস। মূলত, রীতি মেনে পরিবার পরিজন ও সন্তানের শুভ কামনায় মহাদেবের বিশেষ উপবাস ও বিশেষ উপাসনা করেন ভক্তরা।
শিবমহাপুরাণ মতে শিবরাত্রির পুন্যলগ্নে অশুভ শক্তির বিনাশে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। ভক্তরা অন্তত এমনটাই বিশ্বাস করেন।
এদিন সকাল থেকেই শেওড়াফুলির নিমাইতীর্থ গঙ্গাঘাটে ভক্তরা স্নান করেন। এরপর কাঁধে করে গঙ্গাজল নিয়ে প্রায় ৩৫ কিলোমিটার হেঁটে তারকেশ্বর শিবতীর্থে পৌছে শিবের মাথায় জল ঢালেন।

এদিন সকাল থেকেই তারকনাথের মাথায় জল ঢালার জন্যে দীর্ঘ লাইন লাইন পড়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই সেই জল ঢালার লাইন দীর্ঘতর হয়েছে। পুরুষদের থেকে তুলনায় মহিলাদের মধ্যেই জল ঢালার আগ্রহ বেশি করে লক্ষ করা গিয়েছে। রাতে তারকেশ্বরে ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়। তার জন্যে মন্দিরের আশেপাশের এলাকা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

কোনও রকম কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই তারকেশ্বর মন্দির চত্তরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পুলিশ। তারকেশ্বর মন্দিরে যাবার বেশির ভাগ রাস্তার মোড়ে মোড়েই মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। রাস্তা থেকেই পুলিশ কর্মীরা পূন্যার্থীদের উপর নজরদারী চালিয়েছেন। মন্দিরের প্রবেশ পথে সন্দেহজনক পূর্নাথীদের জন্যে দুটি মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি চালান হয়।

তারকেশ্বর পুরসভার পুরসভা সূত্রে জানা গিয়েছে, শিব পুজো উপলক্ষে পুরসভার তরফে রাস্তাঘাট পরিস্কার পরিছন্ন করা হয়েছে। মন্দির চত্বরে ভক্তদের জন্যে পর্যাপ্ত পরিমানে আলো ও জলের ব্যবস্থা করা হয়েছে। মন্দির চত্বরে ম্যাডিক্যাল টিম রয়েছে। কোনও ভক্ত অসুস্থ হয়ে পড়লে তাদের জন্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিব পুজো উপলক্ষে তারকেশ্বর মন্দির চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রায় চারশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরা মন্দির চত্বরের দুধপুকুর এলাকায় মোতায়েন রয়েছে। সাদা পোষাকে পুরুষ ও মহিলা পুলিশ কর্মীর ব্যবস্থা করা হয়েছে।

