মন কি বাত অনুষ্ঠান থেকে ১ অক্টোবর দেশবাসীকে স্বচ্ছ অভিযানে আহ্বান জানালেন মোদী

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে দেশের গৌরব তুলে ধরতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিদেরও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। আগামী ১ অক্টোবর স্বচ্ছ অভিযানে দেশবাসীকে
আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রবিবার ১০৫ তম এপিসোড, মন কি বাত অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টি উঠে এসেছে তা ছিল চন্দ্রযান-৩ এর সাফল্য। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফল অবতরণ এবং রোভারের চাঁদের বুকে অনুসন্ধানের জন্য ইসরোকে ধন্যবাদ জানান তিনি।

তাঁর কথায় উঠে আসে জি-২০ সম্মেলনের প্রসঙ্গ। মোদী বলেন, চন্দ্রযানের সফলতার পর জি-২০ এর সফলতা ভারতের খুশি দ্বিগুণ করেছে।

ভারতের মন্ডপম বিশ্বের নেতাদের কাছে সেলিব্রেটি হয়ে উঠেছিল। বিভিন্ন দেশের নেতারা সেলফি তুলে গর্বের সঙ্গে পোস্ট করেছেন সেই ছবি। জি-২০ সম্মেলনে নেতাদের রাজঘাটে মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর প্রসঙ্গ তিনি তুলে ধরেন। তিনি বলেন, বাপুর ভাবনা গোটা বিশ্বে কতটা শ্রদ্ধাশীল তা প্রমাণ করেছে এই ঘটনা।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে শান্তিনিকেতন। সেই বিষয়টিরও উল্লেখ করেন মোদীর বক্তব্যে।

এই অনুষ্ঠান থেকে দেশবাসীকে স্বচ্ছ অভিযানে সামিল হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার ১ অক্টোবর প্রত্যেক দেশবাসীকে নিজের এলাকায় স্বচ্ছ অভিযানে সামিল হতে বলেন তিনি। রাস্তাঘাট, পার্ক, খাল, বিল, নদী, সরোবর, মাঠ, স্কুল প্রাঙ্গণের মতো জায়গা পরিচ্ছন্ন করতে দেশবাসীকে এগিয়ে আসতে বলেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে গান্ধী জয়ন্তীতে দেশবাসীকে খাদির জিনিস কিনতে অনুরোধ করেন। তিনি বলেন, ভারতে তৈরি জিনিস ব্যবহার করতে, যার ফলে দেশের মানুষের রোজগার বৃদ্ধি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *