পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
জন্মাষ্টমীর দিনেই পড়ল ঢাকে কাঠি। মেদিনীপুরে একাধিক বারোয়ারি পুজোর আজ হল কাঠামো পুজো।
মেদিনীপুরের কর্ণেরগোলা আদি বারোয়ারি দুর্গাপুজোর আজ কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। পরাধীন ভারতে অবিভক্ত মেদিনীপুর জেলার বিপ্লবীদের মাধ্যমে এই পুজোর শুরু হয়েছিল। মেদিনীপুর জেলার প্রাচীনতম পুজো এটি। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, জেলার পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পাশাপাশি আজ বটতলা চক সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার আজ “কাঠামো পুজো” অনুষ্ঠিত হয়েছে বটতলা চক এলাকায়। বটতলা চক সর্বজনীন দুর্গোৎসব এই বছর ৫৪ বছরে পদার্পণ করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব, টোটন সাসপিল্লি সমাজসেবী আনন্দ গোপাল মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।
অপরদিকে বিধাননগর বিবেকানন্দ ক্লাব ও নাগরিকবৃন্দের পরিচালনায় বিধাননগর পূর্ব সর্বজনীন দুর্গোৎসবেরও আজ “কাঠামো পুজো” অনুষ্ঠিত হয়। বিধাননগর পূর্বের এবছরের থিম “বৃহন্নলা”। বিধাননগর পূর্ব সর্বজনীন দুর্গোৎসব ১২ বছরে পদার্পণ করল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, স্থানীয় কাউন্সিলর মৌ রায়, সমাজসেবী চম্পক দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।