নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩শে ডিসেম্বর রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে দলকে মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার ও শনিবার মিছিল করার জন্য দলের নেতাদের প্রস্তুতি নিতে বলেন তিনি। ভালোভাবে ব্লকে ব্লকে মিছিল করার কথা দলের নেতাদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২৩শে ডিসেম্বর কলকাতায় কোনও মিছিল হবে না বলেও জানান তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মিছিলে বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকার জন্য বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতায় টানা কর্মসূচি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে চলতি সপ্তাহে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে সিএএের বিরোধীতা করলেন। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দলকে রাস্তায় নামাতে চান মমতা বন্দ্যেপাধ্যায়। তাই আগামী ২৩শে ডিসেম্বর গোট দলকে ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে এদিন কর্মসূচি নেবার আগে তৃণমূল ভবনে দলের নেতা ও মন্ত্রীদের নিয়ে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের নেতা ও মন্ত্রীদের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই কর্মসূচিকে বৈঠকে হাজির হওয়া মন্ত্রী ও নেতারা একবাক্যে তা মানা হবে বলে জানান মমতা বন্দ্যেপাধ্যায়কে।