করোনা আতঙ্কের মধ্যে আট মাস পর মুক্ত ওমর আবদুল্লা

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২৪ মার্চ: করোনা আতঙ্কে যখন গোটা দেশ ভুগছে, সেই সময় মঙ্গলবার দীর্ঘ আট মাস পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনে অভিযোগ প্রত্যাহারের পরে আজই তাঁর মুক্তির আদেশ জারি হয়েছিল।

গত বছর ৫ অগস্ট, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ওমর আবদুল্লাকে আটক করা হয়। তারপর থেকে ২৩২ দিন তিনি আটক ছিলেন। ন্যাশনাল কনফারেন্সের ওই নেতাকে আগে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হলেও, গত ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইন কার্যকর হয়।

আজ মুক্তি পাওয়ার পরে ওমর বলেন, ‘আজ আমি জানতে পারলাম যে আমরা জীবন এবং মৃত্যুর যুদ্ধ করছি। যাঁদের হেফাজতে নেওয়া হয়েছে, করোনা ভাইরাসের এই আতঙ্কের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া উচিত। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সরকারের আদেশ পালন করা উচিত।’

কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছিল, হয় ওমরকে শিগগিরি মুক্তি দেওয়া হোক। অন্যথায় আদালত, ওমর আবদুল্লাহর বোন সারা পাইলটের আবেদনের শুনানি করবে। সুপ্রিম কোর্ট বলেছিল, ওমর আবদুল্লার মুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে, সরকারি আইনজীবীকে তা একসপ্তাহের মধ্যে জানাতে হবে। এরপরেই ওমরের মুক্তির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর আগে গত ১৩ মার্চ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: ফারুক আব্দুল্লাকে মুক্তি দেওয়া হয়েছিল।

আবদুল্লারা মুক্তি পেলেও, এখনও আটক করে রাখা হয়েছে জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে। মেহেবুবা অথবা অন্য রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট না-হলেও, এবার মেহবুবা মুফতি-সহ অন্য নেতা-নেত্রীদের মুক্তির সম্ভাবনাও জোরালো হল বলেই আশাবাদী পিডিপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *