আমাদের ভারত, মেদিনীপুর, ৯ এপ্রিল: করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন “প্রাক্তনী অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়”।
“ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে” এই ভাবনাকে পাথেয় করে করোনা মোকাবিলায় বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা শাসক (জেনারেল)প্রণব বিশ্বাসের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় প্রাক্তনীর পক্ষ থেকে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তনীর সম্পাদিকা গৌরী প্রতিহার, কোষাধ্যক্ষ বন্দনা পাল সহ অন্যান্যরা।