আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৩ অক্টোবর : বাড়ির উঠনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক অসুস্থ বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঊষা কর্মকার (৬৫)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত কাজলার পুটিয়া এলাকায়। মঙ্গলবার বেলা পৌনে বারোটা নাগাদ নিজের বাড়ির উঠোনে নিজের গায়ে নিজেই কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই বৃদ্ধা। তখন বাড়িতে কেউ ছিল না। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নিভিয়ে জখম বৃদ্ধাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।
বৃদ্ধার ছেলে শঙ্কর কর্মকার জানায়, তার মায়ের দুবার স্ট্রোক হয়েছে। নার্ভের সমস্যাও ছিল, সেই কারণেই তিনি মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে হাবড়া থানার পুলিশ।